Linux Administration - You can build your success-full career as Linux System Administrator

বিশ্বজুড়ে লিনাক্স সিস্টেম এডমিন (Linux System Admin) দের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে


লিনাক্স অপারেটিং সিস্টেম এর ব্যবসায়ীক সুফল সকলের কাছে উন্মচিত হওয়াতে এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ৭-৮ বছর আগে লিনাক্স অপারেটিং সিস্টেম এর নাম খুব কম লোকেরই জানা ছিলো। আর আজ আনেক সাধারণ লোকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম । মানুষের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যাকিনা মূলত লিনাক্স অপারেটিং সিস্টেমের উপরে নির্ভর করে প্রস্তুত করা হয়েছে। অনেক সুনামধন্য হার্ডওয়্যার কোম্পানি তাদের রাউটার ও সুইচিং ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসাবে লিন্যাক্স দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছে। এমন হয়ত কোন ডাটাসেন্টার খুঁজে পাওয়া যাবেনা যেখানে লিনাক্স এর কোন ব্যাবহার করা হয়নি। 
লিনাক্স ওপেনসোর্স হওয়াতে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে কোন টাকা দিতে হয়না। লিনাক্সের বহুবিধ ব্যবসায়িক সুফলের কারনে এর ব্যবহার খুবই দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে, এবং লিন্যাক্স ব্যবহারের ক্রমবর্ধমান ধারাবাহিকতা আরো দীর্ঘ দিন ধরে চলবে বলে প্রযুক্তি বিশ্লেশকরা ধারনা করছে।

লিনাক্সের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে লিনাক্স প্রফেশনালদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সমানুপাতিক হারে। আমাদের দেশে লিন্যাক্স প্রফেশনাল বা লিন্যাক্স এক্সপার্ট চাহিদার চেয়ে অনেক কম। যার কারনে আইটি প্রতিষ্ঠানকে কাজ চালিয়ে নেয়ার মত এডমিনেসট্রেটরের উপরেই নির্ভর করতে হয়। আমার মাঝে মাঝেই বিভিন্ন আইটি ব্যবসা প্রতিষ্ঠানের উচ্চপদস্ত কর্মকর্তাদের কাছ থেকে শুনতে হয় তারা অনেক খোঁজাখুঁজি করেও সঠিক ব্যাক্তিকে নিয়োগ করতে পারেনি। বিভিন্ন আইটি ভেন্ডর কম্পানিতে দেখাযায় একজন কে দিয়ে সব প্রোজেক্টই (উইন্ডোজ, লিন্যাক্স, ভারচুয়ালাইজেশন, সিসকো, জুনিপার) করানোর চেষ্টা করা হয়। তাতে করে তারা যেমন সবগুলতে পারদর্শী হতে পারে না আবার কোন একটাতেও বিশেষ পারদর্শী হতে পারে না ।

 লিন্যাক্স সিস্টেম এডমিনেসট্রেশন কে যদি কেঊ পেশা হিসাবে নিতে চায়, প্রথমত তাঁকে হতে হবে ধৈর্যশীল, থাকতে হবে চ্যালেঞ্জ নেবার মত মানসিকতা, পৃথিবীতে কোন কাজই সহজ নয়, আর সহজ হলেইবা আপনাকে কেন এত টাকা বেতন দিবে। কোনকিছুতে ঘাবড়ে যাওয়া যাবে না, ভালোভাবে চিন্তা করলে দেখবেন আপনিই তা সমাধান করতে পারবেন। আর এই সকল গুন আপনার থাকলে আপনি লিন্যাক্স সিস্টেম এডমিনেট্রেশন কে পেশা হিসাবে নিতে পারবেন। সর্বপরি আপনাকে ভালো কোন লিন্যাক্স এক্সপার্ট এর কাছে সর্বনিন্ম ৩-৪ মাসের একটা লিন্যাক্স কোর্স করতে হবে, প্রাশিক্ষকের অভিজ্ঞতা এখানে একটা বড় ভুমিকা রাখে। এর জন্য আপনি যোগাযোগ করতে পারেন আইবিসিএস প্রাইমেক্স বা বাংলানেট টেকনোলজীস লিমিটেড কিংবা লিন্যাক্স পাঠশালার মত সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে।  ট্রেনিং শেষে আপনাকে রেডহ্যাট লিন্যাক্স এর একটা এক্সাম যার নাম আরএইচছিই (RHCE) এক্সাম দিয়ে নিতে হবে। 



এটা মনে করার কোন কারন নেই এতোটুকু হলেই আপনাকে প্রতিষ্ঠানগুলো খুজতে চলে আসবে। এবার আপনার ট্রেনিংয়ে অর্জিত নলেজ এবং আভিজ্ঞতা আরো বৃদ্ধি করতে হবে বাসায় প্র্যাকটিস করে। একেবারে নতুন হওয়াতে আপনাকে এই ট্রাকে জব পাওয়া কঠিন হতে পারে, তাই প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে কোন বেতন ছাড়া ২-৩ মাসের জন্য এই ট্রাকের একটা ইন্টার্ননি জব খুঁজে বের করা। আশা করি তারপর আপনাকে আর বেগ পেতে হবেনা আপনার ক্যারিয়ার লিন্যাক্স প্রফেশনাল হিসাবে নিজেকে তৈরি করতে। সকলের প্রতি শুভ কামনা রইল।    

যেকোন ইনফর্মেশনের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে

RHCDS, RHCSS, RHCE, RHCVA, RHCSA on OpenStack
Senior Lead System Administrator
ICT, BRAC

Email: jobayereng@gmail.com


0 comments Blogger 0 Facebook

Post a Comment

Thank you for your comments.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
লিনাক্স প্যানেল © 2013. All Rights Reserved. Powered by লিনাক্স প্যানেল
Top
Blogger Gadgets