এক কথায়, লিনাক্স একটি ইউনিক্স টাইপের উম্মুক্ত শক্তিশালী ওপেন সোর্স ও
বিনামূল্যের অপারেটিং সিস্টেম। অপরপক্ষে ইউনিক্স অপারেটিং
সিস্টেম অত্যন্ত শক্তিশালী এবং দামী। শক্তি বিশ্বস্ততার কারণে ইউনিক্স প্রোগ্রামার, কম্পিউটার
বিশেষজ্ঞ, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার সবার কাছেই
খুবই জনপ্রিয়তা লাভ করে, কিন্তু এটি অনেক দাম হওয়ার কারণে
সবার কাছে সহজপ্রাপ্য হয় না ।
ইউনিক্সের একটি ফ্রি ক্লোন তৈরির উদ্দেশে (Linus Torvalds) লিনাস টরভেল্টস নামে এক প্রোগ্রামার ১৯৯১ সালের আগস্ট মাসে Comp.os.minix নিউজগ্রুপে প্রথম লিনাক্স কার্নেল প্রকাশ করেন। লিনাক্স অপারেটিং সিস্টেমের কার্নেল বা মূল অংশকেও লিনাক্স বলা হয়। একটি অপারেটিং সিস্টেমের প্রাণই হল এই কার্নেল। প্রকৃতপক্ষে ইউনিক্স অপারেটিং সিস্টেম থেকেই লিনাক্সের উৎপত্তি।
ইউনিক্সের একটি ফ্রি ক্লোন তৈরির উদ্দেশে (Linus Torvalds) লিনাস টরভেল্টস নামে এক প্রোগ্রামার ১৯৯১ সালের আগস্ট মাসে Comp.os.minix নিউজগ্রুপে প্রথম লিনাক্স কার্নেল প্রকাশ করেন। লিনাক্স অপারেটিং সিস্টেমের কার্নেল বা মূল অংশকেও লিনাক্স বলা হয়। একটি অপারেটিং সিস্টেমের প্রাণই হল এই কার্নেল। প্রকৃতপক্ষে ইউনিক্স অপারেটিং সিস্টেম থেকেই লিনাক্সের উৎপত্তি।
![]() |
লিনাক্স |
বিঃদ্রঃ
আমরা সবাই প্রথমে লিনাক্সকে একটি "অপারেটিং
সিস্টেম" মনেকরি, কিন্তু, প্রকৃতপক্ষে লিনাক্স কোন অপারেটিং সিস্টেম নয়,
এটি একটি কার্নেল। কার্নেল হল একটি অপারেটিং
সিস্টেমের প্রাণ।
প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেই
এই কার্নেল জিনিসটা থাকে। উইন্ডোজ বা ম্যাকেও কার্নেল আছে। উইন্ডোজ এক্সপি, ভিসতা বা সেভেনের কার্নেলের নাম এনটি (NT), ম্যাক ওএস এর কার্নেলের নাম এক্সএনইউ (XNU)। কার্নেলের
সাথে বিভিন্ন এ্যাপ্লিকেশন ও প্রোগ্রাম যোগ করে বানানো হয় অপারেটিং সিস্টেম। সহজ
ভাষায় বললে,
কার্নেল + (এ্যাপ্লিকেশন,
প্রোগ্রাম, সফটওয়ার ইত্যাদি) = অপারেটিং সিস্টেম
আবার উবুন্টু, ফেডোরা, লিনাক্স
মিন্ট, রেডহ্যাট প্রভৃতি অপারেটিং সিস্টেম আর এদের কার্নেল হল লিনাক্স।
যেমন লিনাক্স কার্নেলের সাথে
গ্নোম,
ওপেন অফিস, গিম্প, টোটেম মুভি প্লেয়ার, রিদমবক্স অডিও প্লেয়ার
ইত্যাদি অনেক এ্যাপ্লিকেশন ও সফটওয়্যার যোগ করে উবুন্টু নামের অপারেটিং সিস্টেম
বানানো হয়েছে। তাই সহজভাবে বললে---
লিনাক্স কার্নেল + (গ্নোম + ওপেন অফিস + গিম্প + টোটেম মুভি প্লেয়ার + রিদমবক্স অডিও
প্লেয়ার + পিটিভি ভিডিও এডিটর + গেমস + আরো অনেক কিছু) = উবুন্টু
লিনাক্স ডিস্ট্রিবিউশন :--
যেসব অপারেটিং সিস্টেম
লিনাক্সকে ভিত্তি করে গড়ে ওঠেছে তাদেরকে
লিনাক্স ডিস্ট্রো বা লিনাক্স ডিস্ট্রিবিউশন বলা হয়। যখন কার্নেলের সাথে অনেক
সফটওয়্যার যোগ করা হয়, তখন তা পরিণত হয় একটি ডিস্ট্রিবিউশনে।
অর্থাৎ,
গ্নোম + ফায়ারফক্স + টোটেম
+ ওপেনঅফিস + লিনাক্স = উবুন্টু
বর্তমানে ৫৫০ এরও বেশি
লিনাক্স ডিস্ট্রো আছে।
এখানে কিছু জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশনের নাম দেওয়া হলো –
- RedHat Enterprise Linux
- Fedora Core ( project of RedHat )
- Corel Linux
- Clear OS Linux
- Ubbuntu Linux
- CentOS Linux
- SUSE Linux
- Turbo Linux
- Lycoris Linux
- PCLinuxOS Linux
- FreeBSD Linux
right
ReplyDelete