নতুন ব্যবহারকারীরা যারা উইন্ডোজর পাশা-পাশি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ইন্সটল করতে চান এবং কোন প্রকার ফরম্যাটের ঝামেলায় যেতে চায়না তাদের জন্য চমৎকার একটা পদ্ধতি হল  উবি(Wubi)  ব্যবহার করে ইন্সটল করা। যে কেউ কোন ঝামেলা ছাড়াই উবি দিয়ে উইন্ডোজ পিসিতে উইন্ডোজের যেকোন সফটওয়্যার ইন্সটল করার মত করেই লিনাক্স ভিত্তিক অপারেটিং (যেমন উবুন্টু) ইন্সটল করতে পারবে।
নতুন ব্যবহারকারীরা লিনাক্স  ভিত্তিক অপারেটিং (যেমন উবুন্টু)  ইন্সটল করতে গিয়ে পার্টিশন নিয়ে প্রায়ই গন্ডগোল করে ফেলে,  যার ফলে পার্টিশন মুছে যেতে পারে। উবি দিয়ে ইন্সটল করা হলে আপনার পার্টিশানগুলো  হেরফের হবার কোন আশংকাই নেই। উদাহরণ সরূপ আসুন দেখি কিভাবে উবি  দিয়ে উবুন্টু  ইন্সটল করতে হয়।

কিভাবে লিনাক্সের সিডি সংগ্রহ করবেন বিস্তারিত  জানতে এখানে ক্লিক করুন।
লিনাক্সর ISO ফাইল ইন্সটল করার জন্যে কিভাবে সিডিতে বার্ন  করবেন অথবা USB তে বুস্ট করবেন দেখতে এখানে ক্লিক করুন।


ধাপে-ধাপে উবি দিয়ে ইন্সটল
Step-1 উইন্ডোজ চালু থাকা অবস্থায় আপনার পিসিতে উবুন্টুর সিডি বা বুটেবল ইউএসবি স্টিকটি প্রবেশ করান।
Step-2 অটোরান অন করা থাকলে স্বয়ংক্রিয়ভাবেই উবি চালু হবে।
উবি দিয়ে ইন্সটল, লিনাক্স, উবুন্টু, লিনাক্স ইন্সটল

অথবা
যদি অটোরান অফ  করা থাকে বা স্বয়ংক্রিয়ভাবে উবি চালু না হয়, তাহলে সিডি ড্রাইভ বা ইউএসবি ড্রাইভে গিয়ে (নীচের ছবি দ্রষ্টব্য) wubi.exe ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন।
উবি দিয়ে ইন্সটল, লিনাক্স, উবুন্টু, লিনাক্স ইন্সটল

Step-3 এবার নীচের ছবির মত একটি উইন্ডো খুলবে। সেখান থেকে Install inside Windows অপশনটি সিলেক্ট করুন।

উবি দিয়ে ইন্সটল, লিনাক্স, উবুন্টু, লিনাক্স ইন্সটল
Step-4 এবার সেটিংসগুলো ঠিক করুন। যে ড্রাইভে উবুন্টু ইন্সটল করতে চান সেখানে মিনিমাম ছয় গিগাবাইট জায়গা খালি থাকতে হবে। নীচের ছবিতে C: ড্রাইভ দেখানো হয়েছে, আপনি এখানে আপনার পছন্দমত যেকোন ড্রাইভ সিলেক্ট করতে পারবেন।
Step-5 Desktop Environment এর স্থানে Ubuntu  সিলেস্ট করে দিতে হবে।

Step-6 Language এর স্থানে আপনার সুবিধা মতো ভাষা ব্যবহার করুন, আমরা এখানে English সিলেস্ট করছি।
Step-7 User­name Password ফিল্ডে উবুন্টুতে আপনি যে ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে চান সেটা দিয়ে Install বাটন চাপুন।


উবি দিয়ে ইন্সটল, লিনাক্স, উবুন্টু, লিনাক্স ইন্সটল



Step-8 ইন্সটলেশান শেষ হলে পিসি রিবুট করার অপশন আসবে। পিসি রিবুট করতে Reboot now সিলেস্ট করে Finish  বাটন চাপুন।
উবি দিয়ে ইন্সটল, লিনাক্স, উবুন্টু, লিনাক্স ইন্সটল

Step-9 পিসি রিবুট হলে নীচের মত একটা মেন্যু পাবেন যেখান থেকে আপনি সহজেই উইন্ডোজ বা উবুন্টু যেকোন একটা অপারেটিং সিস্টেম কে বেছে নিতে পারবেন। উবুন্টু সিলেক্ট করে Enter চাপুন।

উবি দিয়ে ইন্সটল, লিনাক্স, উবুন্টু, লিনাক্স ইন্সটল

Step-10 ইন্সটল করার সময় আপনি যে User­name Password দিয়ে ছিলেন নিচের  ফিল্ডে আপনি সে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে Enter চাপুন ব্যস এবার চালু হয়ে যাবে উবুন্টু। 
উবি দিয়ে ইন্সটল, লিনাক্স, উবুন্টু, লিনাক্স ইন্সটল
এভাবে আপনি উইন্ডোজ থেকেই উবুন্টু ইন্সটল করতে পারবেন। আর উবুন্টু যদি মুছে ফেলতে চান তবে উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থেকে যেকোন সাধারণ সফটওয়্যার মুছে ফেলার মত করেই সেটা মুছতে পারবেন। আপনি যদি উবুন্টু  চেখে দেখতে চান তাহলে উবি দিয়ে উবুন্টু ব্যবহার ঠিক আছে। কিন্তু আপনি যদি উবুন্টু শুধু চেখে দেখতে না চান বরং সম্পূর্নরূপে ব্যবহার করতে চান তাহলে উবি দিয়ে ইন্সটল না করাটাই ভাল। তবে নতুন ব্যবহারকারীদেরকে উবুন্টু চেখে দেখার জন্য উবি নিঃসন্দেহে চমৎকার একটি পদ্ধতি।

উবুন্টুর ডেস্কটপের সাথে পরিচিত হতে চাইলে এখানে ক্লিক করুন।

================*****************================

0 comments Blogger 0 Facebook

Post a Comment

Thank you for your comments.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
লিনাক্স প্যানেল © 2013. All Rights Reserved. Powered by লিনাক্স প্যানেল
Top
Blogger Gadgets