সাধারন যেকোন অপারেটিং
সিস্টেম (যেমন উইন্ডোজ) কম্পিউটারে ইন্সটল না করে ব্যবহার করে দেখার কোন উপায় নাই,
অর্থাৎ আপনি যদি দেখতে চান যে উইন্ডোজ ৭
বা ভিস্তা দেখতে কেমন, তবে সেটা দেখার একমাত্র উপায় হল সেটাকে কম্পিউটারে ইন্সটল
করা। কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম এর ব্যতিক্রম। লিনাক্স ভিত্তিক
অপারেটিং সিস্টেমে দারুন একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের লাইফ সিডি হিসাবে ব্যবহার করা
যায়।
আপনি ইচ্ছে করলে আপনার হার্ডডিস্কে ইন্সটল না করেই সিডি থেকে বা ইউএসবি থেকে এদের চালাতে পারবেন। অর্থাৎ ইন্সটল না করেই দেখে নিতে নিতে পারবেন যে অপারেটিং সিস্টেম টি দেখতে কেমন। শধু তাই না এটাকে একটা পরিপুর্ণ অপারেটিং সিস্টেমের মতো ব্যবহার করতে পারবেন। লেখালেখি, অডিও-ভিডিও চালানো ইন্টারনেট ব্রাউজ ইত্যাদি সব কাজই করতে পারবেন সিডি থেকে। আর যেহেতু লাইভ মোড ব্যবহার করে ইন্সটলেশন করার কোন দরকার পড়েনা তাই আপনার কম্পিউটারের হার্ডডিস্কের পার্টিশনও অটুট থাকবে, কোন ধরনের ডাটা হারাবার ভয়ও নাই। অর্থাৎ ইন্সটলেশান ছাড়াই পুরো সিডিটাকে ‘জীবন্তভাবে’ ব্যবহার করতে পারবেন। এজন্যই এর নাম ‘লাইভ সিডি’
আপনি ইচ্ছে করলে আপনার হার্ডডিস্কে ইন্সটল না করেই সিডি থেকে বা ইউএসবি থেকে এদের চালাতে পারবেন। অর্থাৎ ইন্সটল না করেই দেখে নিতে নিতে পারবেন যে অপারেটিং সিস্টেম টি দেখতে কেমন। শধু তাই না এটাকে একটা পরিপুর্ণ অপারেটিং সিস্টেমের মতো ব্যবহার করতে পারবেন। লেখালেখি, অডিও-ভিডিও চালানো ইন্টারনেট ব্রাউজ ইত্যাদি সব কাজই করতে পারবেন সিডি থেকে। আর যেহেতু লাইভ মোড ব্যবহার করে ইন্সটলেশন করার কোন দরকার পড়েনা তাই আপনার কম্পিউটারের হার্ডডিস্কের পার্টিশনও অটুট থাকবে, কোন ধরনের ডাটা হারাবার ভয়ও নাই। অর্থাৎ ইন্সটলেশান ছাড়াই পুরো সিডিটাকে ‘জীবন্তভাবে’ ব্যবহার করতে পারবেন। এজন্যই এর নাম ‘লাইভ সিডি’
Step_2 যদি ইন্টারনেট থেকে ডাউনলোড
করে থাকেন তবে আইসো (iso) ইমেজটাকে
বার্ন করুন কিংবা আপনার মাদারবোর্ড যদি ইউএসবি থেকে বুট করা সাপোর্ট করে তবে ইউএসবি
স্টিককে বুটেবল করুন।
ডাউনলোড করা লিনাক্সর ISO ফাইল ইন্সটল করার জন্যে কিভাবে সিডিতে বার্ন করবেন অথবা USB তে বুস্ট করবেন দেখতে এখানে ক্লিক করুন।
বুট করার কিছুক্ষণ পর
নিচের স্ক্রিনশট মতো একটা ছবি দেখতে পাবেন, যেখান থেকে Try Ubuntu অপশনটিতে ক্লিক করুন। (উদাহরণ হিসাবে
এখনে উবুন্টুর সিডিকেই ব্যবহার করা হয়েছে, তবে লিনাক্স ভিত্তিক সমস্ত অপারেটিং
সিস্টেম একই ভাবে লাইভ সিডি হিসাবে ব্যবহার করতে পারবেন।)
![]() |
লিনাক্স লাইফ সিডি |
এবার দেখবেন যে নিচের
মত একটা ডেস্কটপ আপনার সামনে ওপেন হবে, এবার এই ডেস্কটপ থেকে আপনি আরামসে উবুন্টু
ব্যবহার করতে পারবেন। এটাই হল লাইভ সিডি’র কাজ।
খেয়াল করলে দেখবেন যে
ডেস্কটপে Install Ubuntu নামে একটা আইকন আছে। লাইভ সিডি ব্যবহারের সমায় Install Ubuntu আইকনে ক্লিক করবেন না, এটাতে
ক্লিক করলে উবুন্টু ইন্সটল হবার ধাপগুলো চালু হবে।
বিঃ দ্রঃ লাইভ মোডে কম্পিউটারের র্যাম বেশ ভালো পরিমাণে
ব্যবহৃত হয়। তাই ১ গিগা’র চেয়ে কম র্যামে লাইভ অপারেটিং সিস্টেম কিছুতা স্লো মনে
হতে পারে। আরেকটি ব্যপার হচ্ছে উবুন্টুর লাইভ চিডি যে অপারেটিং সিস্টেম দেখছেন
সেটা কিন্তু সম্পূর্ন অপারেটিং সিস্টেম না। উবুন্টুর সম্পূর্ন স্বাদ নিতে হলে একে কম্পিউটারে ইন্সটল করতে হবে। অবশ্য কিছু অপারেটিং
সিস্টেম আছে যেগুলো লাইভ সিডিটাই সম্পূর্ন
অপারেটিং
সিস্টেম, যেমন নপিক্র বা স্ল্যাক্র। তবে উবুন্টুর লাইভ সিডি থেকে আপনার প্রয়োজনীয়
সব কাজই করতে পারবেন।
যারা একেবারেই নতুন লিনাক্স ব্যবহার করার কথা ভাবছেন বা লিনাক্স ইন্সটল করতে চাচ্ছেন তাদের কে বলছি।
লিনাক্স ডিস্ট্রিবিউশন নির্বাচন, লিনাক্স সিডি সংগ্রহ, লিনাক্স ইন্সটলেশনের জন্যে OS Boot করা এবং লিনাক্স ইন্সটল করা এই ধাপ চারটি খুবই গুরুত্ব পূর্ন। ভালো করে না পড়ে, না বুঝে তাড়াহুড়া করে লিনাক্স ইন্সটল করতে যাবেন না। কারণ লিনাক্স অপারেটিং সিস্টেম ইন্সটল করা পদ্ধতি সধারন অপারেটিং সিস্টেমের মতো না, একটু কঠিন ও বলা যায়। লিনাক্স ইন্সটলের সমায় সামান্য ভুল করলেই আপনার কম্পিউটারের হার্ডডিস্ক পুরোপুরি ফরমেট হয়ে যেতে পারে, শুধু তাই না কম্পিউটারের হার্ডডিস্ক পুরোপুরি নষ্ট হবার সম্ভাবনাও থাকে। তবে ভয় পাবার কোন কারন নেই, আপনি লিনাক্স ইন্সটল করার পদ্ধতি গুলো ভালো করে পড়ে বুঝে তারপর ইন্সটল করতে পারলে আপনি শত ভাগ সফল হবেন। লিনাক্স ইন্সটল বেশ কয়েক ভাবে করা যায়। লিনাক্সের কিছু ইন্সটল পদ্ধতি বিস্তারিত বর্ননা করা হয়েছে, আপনি শুধু ধীরে-ধীরে অনুসরণ করুন।
উবুন্টুর ডেস্কটপের সাথে পরিচিত হতে চাইলে এখানে ক্লিক করুন।
================****************===================
0 comments Blogger 0 Facebook
Post a Comment
Thank you for your comments.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.