এই ইন্সটলেশান পদ্ধতিতে কোন প্রকার পার্টিশনের ঝামেলা ছাড়াই
উইন্ডোজের পাশাপাশি উবির সাহায্য ছাড়াই
সম্পূর্ণরূপে হার্ডডিস্কে লিনাক্স ভিত্তিক
অপারেটিং সিস্টেম (যেমন উবুন্টু) ইন্সটল করতে পারবেন। এই ইন্সটলেশান পদ্ধতি অনুযায়ী
ইন্সটল করলে আপনার পিসিতে উইন্ডোজ ও লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম (যেমন
উবুন্টু) ডুয়েল বুট থাকবে, অর্থাৎ আপনি উইন্ডোজ বা
উবুন্টু যেকোনো একটা পছন্দ মতো চালাতে পারবেন। উদাহরণ হিসাবে আমরা এখানে একটি
জনপ্রিয় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম (উবুন্টু)ইন্সটল করে দেখাব। আপনি
লিনাক্স ভিত্তিক যেকোন অপারেটিং সিস্টেম এই পদ্ধতিতে ইন্সটল করতে পারবেন।
ইন্সটলেশানের পূর্ব প্রস্তুতি
১।
এই ইন্সটলেশান পদ্ধতি অনুযায়ী ইন্সটলের জন্য অবশ্যই আপনার কম্পিউটারে একাধিক
পার্টিশন থাকতে হবে। একাধিক পার্টিশান না থাকলে এই ইন্সটলেশান পদ্ধতি অনুযায়ী
ইন্সটল করা যাবেনা।
২।
প্রথমে উবুন্টু ইন্সটল করার জন্য C: ড্রাইভ বাদে অন্য যে কোন একটি পার্টিশন সিলেস্ট করুন। ভুলেও C: ড্রাইভ কে উবুন্টু ইন্সটল করার পার্টিশন হিসেবে নেবেন না।
যে পার্টিশনে উবুন্টু ইন্সটল করার জন্য সিলেস্ট
করেছেন উইন্ডোজে থেকে সেটাতে অন্তত ১০-১২ গিগাবাইট বা তার চেয়ে ফাঁকা জায়গা বের
করুন, তারপর
সেটাকে ডিফ্র্যাগমেন্ট করুন। যদি ১০-১২ গিগাবাইট বা তার চেয়ে বড় একটা পার্টিশনকে
পুরোপুরি খালি করে ফর্ম্যাট করে ইন্সটল করতে পারেন তাহলে অরো ভালো হয়।
৩।
ডিফ্র্যাগমেন্ট করা শেষ হয়ে গেলে, উবুন্টুর সিডি বা ইউএসবি স্টিক
কম্পিউটারে প্রবেশ করিয়ে কম্পিউটার বুট করুন। (পার্টিশনকে পুরোপুরি খালি করে ফর্ম্যাট
করলে ডিফ্র্যাগমেন্ট করার প্রয়োজন নেই)
৪।
কম্পিউটারের বুট মেনু থেকে আপনার ব্যবহৃত সিডি-ড্রাইভ বা ইউএসবি-ড্রাইভকে ফার্স্ট
বুট ডিভাইস হিসেবে সিলেক্ট করুন। (যদি আগে থেকে করা না থাকে)।
সব
যদি ঠিকঠাকমত করে থাকলে ধীরে ধীরে ইন্সটলেশনের নিচের ধাপ গুল অনুসরণ করুন।
ধাপ-১
প্রথমে উবুন্টুর সিডি বা ইউএসবি স্টিক কম্পিউটারে প্রবেশ করিয়ে কম্পিউটার বুট
করুন। (বুট করার জন্য প্রথমে উবুন্টুর সিডি বা ইউএসবি স্টিক কম্পিউটারে প্রবেশ
করিয়ে কম্পিউটার Restart দেন। কম্পিউটার চালু
হবার সময় F12 চাপুন নীচের মত স্ক্রিন আসবে।
এখান থেকে (CD/DVD/USB flash drive)
সিলেস্ট করে দিন।
কম্পিউটারে উবুন্টু বুট
হলে পরে নীচের মত স্ক্রিন আসবে।
কিছু
সময় অপেক্ষা করুন তাহলে নীচের মত স্ক্রিন আসবে।
ধাপ-২ ভাষা নির্বাচন
প্রথম ধাপে আপনাকে ইনস্টলেশনের ক্ষেত্রে ভাষা সিলেক্ট করতে হবে।
আমি English সিলেক্ট করলাম ভাষা হিসেবে
আপনি আপনার সুবিধা মতো ভাষা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক
করুন।
যদি
লাইভ সিডি চালিয়ে দেখতে চান তাহলে “Try Ubuntu” বাটনে ক্লিক করুন। যেহেতু আমরা ইন্সটল করতে চাইছি তাই “Install Ubuntu” বাটনে ক্লিক করব।
ধাপ-৩
এবার
আপনার সিসটেম চেক করে দেখা হবে। Continue বাটনে ক্লিক করে পরের ধাপে যান।
ধাপ-৪
এবার আপনাকে ইন্সটলেশনের ধরন সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা চাচ্ছি সব কিছু মুছে ফেলতে। তাই “Install Ubuntu alongside Windows” অপশনটা সিলেক্ট করুন। এতে করে উবুন্টু নিজেই আপনার হার্ডডিস্ক থেকে যে পার্টিশনে নিরবিচ্ছিন্ন ফাঁকা জায়গা পাবে সেখানেই ফাঁকা জায়গা বের করে সেটাকে ফর্ম্যাট করে ইন্সটলেশানের কাজ শুরু করবে। (আমরা এই ফাঁকা জায়গাটা বের করার জন্যই মূলত পূর্বপ্রস্তুতি হিসেবে আমরা হার্ডডিস্কে ১০-১২ গিগা জায়গা খালি করেছিলাম, আর ফাঁকা জায়গাটা যতটুকু সম্ভব নিরবিচ্ছিন্ন করার জন্যই ডিফ্র্যাগমেন্ট করেছিলাম।) Install Now এ ক্লিক করুন।
ধাপ-৫ অবস্থান নির্বাচন
0 comments Blogger 0 Facebook
Post a Comment
Thank you for your comments.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.