“লিনাক্স” নামটি
কিন্ত লিনুস বেনেডিক্ট টারভাল্ডস দেওয়া নয়। লিনাক্সের নামকরণের কৃতিত্ব এ্যারি
লেমকের ।
লিনুসের
খুব ইচ্ছে ছিল তার অপারেটিং সিস্টেমের নাম হবে “ফ্রিক্স”
(FREAKS) যেটা কিনা “Free”, “Freak” আর “Unix” শব্দ
তিনটার মিলিত একটা রূপ। কিন্তু নামটা পছন্দ হয়নি এ্যারি লেম্কের। এ্যারি লেম্কে
ছিল হেলসিংকি ইউনিভার্সিটির এফটিপি সার্ভারের এডমিনিস্ট্রেটর এবং লিনুসের বন্ধু ও সহকর্মী।
এফটিপি সার্ভার দিয়ে খুব সহজেই যেকোন ফাইল সবার সাথে শেয়ার করা যায়। লিনুস যখন তার অপারেটিং সিস্টেম প্রকল্পটি এই সার্ভারটিতে রক্ষা করার জন্য লেমকে-কে দেন, এ্যারি লেমক তখন তা একটি ডিরেক্টরিতে রাখেন ও ডিরেক্টরিটির নাম দেন “লিনাক্স”। এ্যারিই প্রথম লিনুসকে বুদ্ধি দিল যে নতুন ওএসের সোর্সকোডকে এফটিপি সার্ভারে শেয়ার করতে, যাতে করে পৃথিবীর সবার জন্যই এর কোডটা উন্মুক্ত থাকে যাতে যে কেউ ইচ্ছে করলে সেটা নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারে। সে “লিনাক্স” নামের একটি ফোল্ডারে এফটিপি সার্ভারে সেই কোডগুলো রেখে দিলেন। সেই থেকে নাম হয়ে গেল “লিনাক্স”। তাহলে এ্যারি লেমকের। এর মাথায় লিনাক্স নামটি কিভাবে আসল, সহজ ব্যাপার “Linus’s Unix” থেকেই এ্যারির মাথায় লিনাক্স নামটা চলে আসে। আসল নাম হারিয়ে লিনাক্স এখন যে নামে পরিচিত সেটা আসলে তার ডাউনলোড করার জন্য রাখা ফোল্ডারের নাম।
এফটিপি সার্ভার দিয়ে খুব সহজেই যেকোন ফাইল সবার সাথে শেয়ার করা যায়। লিনুস যখন তার অপারেটিং সিস্টেম প্রকল্পটি এই সার্ভারটিতে রক্ষা করার জন্য লেমকে-কে দেন, এ্যারি লেমক তখন তা একটি ডিরেক্টরিতে রাখেন ও ডিরেক্টরিটির নাম দেন “লিনাক্স”। এ্যারিই প্রথম লিনুসকে বুদ্ধি দিল যে নতুন ওএসের সোর্সকোডকে এফটিপি সার্ভারে শেয়ার করতে, যাতে করে পৃথিবীর সবার জন্যই এর কোডটা উন্মুক্ত থাকে যাতে যে কেউ ইচ্ছে করলে সেটা নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারে। সে “লিনাক্স” নামের একটি ফোল্ডারে এফটিপি সার্ভারে সেই কোডগুলো রেখে দিলেন। সেই থেকে নাম হয়ে গেল “লিনাক্স”। তাহলে এ্যারি লেমকের। এর মাথায় লিনাক্স নামটি কিভাবে আসল, সহজ ব্যাপার “Linus’s Unix” থেকেই এ্যারির মাথায় লিনাক্স নামটা চলে আসে। আসল নাম হারিয়ে লিনাক্স এখন যে নামে পরিচিত সেটা আসলে তার ডাউনলোড করার জন্য রাখা ফোল্ডারের নাম।
![]() |
লিনাক্সের নামকরণ |
======================= লিনাক্সের নামকরণ =====================
It's will be very help full for all linux user Thank you...........Admin
ReplyDeletethanks..... : )
Delete