বিশ্বজুড়ে যখন পাইরেটেড উইন্ডোজের ছড়াছড়ি তখন লিনাক্স তো দূরের কথা কম্পিউটারের যে আরও কোনো অপারেটিং সিস্টেম থাকে তা হয়তো আমরা  অনেকেরই জানিনা। এর পিছনে মূল কারণ হচ্ছে আমারা লিনাক্সের চেয়ে উইন্ডোজ ব্যবহার করাতেই বেশী অভ্যস্ত ।

লিনাক্স; লিনাক্স কেন শিখবেন ; লিনাক্স কেন ব্যবহার করবেন; উবন্তু
লিনাক্স কেন শিখবেন

কিন্তু লিনাক্সের বহুমুখী ব্যবহারের সুযোগ থাকার কারনে  খুব দ্রুতই লিনাক্স   জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। আমারা ব্যাক্তিগতভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অভ্যস্ত হলেও, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেমই বেশি ব্যবহৃত। শুধু তাইনা এখন মহাকাশ গবেষণার কাজেও লিনাক্স ব্যবহার করা হচ্ছে।

কেন লিনাক্স বেশি ব্যবহৃত হয়?
লিনাক্সে কোনো প্রকার ভাইরাস আক্রমণের ভয় নেই, আর এর নিরাপত্তা ব্যবস্থা  উইন্ডোজ থেকে অনেক বেশী শক্তিশালী। এছাড়া এই অপারেটিং সিস্টেমটি খুব সহজেই নিজেদের যে কোনো কাজের জন্য মডিফাই করে নেয়া যায়। তাই নিরাপত্তার দিক বিবেচনা করে ব্যবসা ক্ষেত্রে লিনাক্স সব চেয়ে বেশী ব্যবহার করা হয়।
বিশ্বের নামকরা প্রায় সমস্ত প্রতিষ্ঠানই লিনাক্স ব্যবহার করছে তাহলে আপনি কেন লিনাক্স শিখবেন না।

বিশ্বের যেসব নামকরা প্রতিষ্ঠান লিনাক্স ব্যবহার করছে:-
গুগল:  জনপ্রিয় সাচ ইঞ্জিন গুগল তাদের সমস্ত সেবা লিনক্স(গুবুন্টুর) মাধ্যমেই পরিচালনা করে। গুগলের ইঞ্জিনিয়াররা  লিনাক্সের একটি জনপ্রিয় ডিস্ট্রো কাস্টমাইজ করে গুবুন্টু হিসেবে ব্যবহার করে।
লিনাক্স; লিনাক্স কেন শিখবেন ; লিনাক্স কেন ব্যবহার করবেন; উবন্তু
গুগল অফিস

উইকিপিডিয়া:  অনলাইনের সবচেয়ে জনপ্রিয় এনসাইক্লোপিডিয়া (উইকিপিডিয়া) ২০০৮ সাল থেকে লিনাক্স জনপ্রিয় ডিস্ট্রো রেড হ্যাট ও উবুন্টু ব্যবহার করে আসছে তবে এডমিনিস্ট্রেশন এর অংশগুলোতে উবুন্টুই ব্যবহার করা হচ্ছে।
                 
স্পেন: স্পেনে  লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। লিনাক্সের সবচেয়ে বড় সাপোর্টার দেশ হিসেবে স্পেন বহুল পরিচিত। স্পেনের সকল সরকারি প্রতিষ্ঠানেই লিনাক্স ব্যবহৃর করা হয়।

ফ্রান্স সংসদ:  ২০০৬ সাল থেকে ফ্রান্সের বিশাল সংসদ ভবনের সকল  কম্পিউটারেই লিনাক্স ব্যবহৃত হচ্ছেএসব কম্পিউটারে মধ্যে বেশিরভাগ  সফটওয়্যারই ওপেনসোর্স। এছাড়া তারা ই-মেইলের জন্য ওপেনসোর্স ই-মেইল ক্লায়েন্টও ব্যবহার করে ।

ইউএস প্রতিরক্ষা ব্যাবস্থা:  ইউএস প্রতিরক্ষা ব্যবস্থাতেই সবচেয়ে ব্যাপক আকারে রেড হ্যাট লিনাক্স ব্যবহৃত হচ্ছে (লিনাক্স ডট কম-এ প্রদত্ত তথ্য অনুসারে)।
বড় বড় স্কুল কলেজ:  রাশিয়ায় ২০০৭ সালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে লিনাক্স চালানো বাধ্যতামূলক করা হয় এরপর ধীরে-ধীরে সকলশিক্ষা প্রতিষ্ঠানেই লিনাক্স ব্যবহার শুরু হয়।  ২০০৭ সালেই জার্মানির সকল ইউনিভার্সিটি গুলোকে লিনাক্সের আওতায় আনা হয়। সুইজারল্যান্ডে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০০৫ সাল থেকেই লিনাক্স  ব্যবহৃত হচ্ছে।

চিনের ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল ব্যাংক:  ২০০৫ সাল থেকে চীনের  সবচেয়ে বড় এই ব্যাংকে লিনাক্স ব্যবহার করা শুরু হয় এবং ২০০৮ সালের আগেই তারা প্রতিটি ব্রাঞ্চেই লিনাক্স ব্যবহার শুরু করে।
লিনাক্স; লিনাক্স কেন শিখবেন ; লিনাক্স কেন ব্যবহার করবেন; উবন্তু
চিনের ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল ব্যাংক

এমাজন:  ইন্টারনেটে বইপত্র ও ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রয়ের সবচেয়ে বড় প্লাটফর্ম amazon.com ২০০১ সালের পর থেকে লিনাক্স ব্যবহার শুরু করে। লিনাক্স ব্যবহার করে শুধুমাত্র ২০০৪ সালে এই কোম্পানির ১৭ মিলিয়ন ডলার সাশ্রয় হয়। বর্তমানে amazon.com সকল কম্পিউটারেই লিনাক্স ব্যবহৃত হচ্ছে।

প্যানাসনিক:  ইলেক্ট্রনিক্স পণ্যর বাজারে জনপ্রিয় প্যানাসনিক কোম্পানিও তাদের কাজের জন্য লিনাক্স ব্যবহার করে। লিনাক্স ব্যবহারের পূর্বে কোম্পানিটিতে উইন্ডোজ ব্যবহার করা হতো। তবে উইন্ডোজকে যে কোনো কাজের জন্য কাস্টমাইজ করা যায় না বলে, সেই উইন্ডোজের জন্যই এই কোম্পানিকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এরপর তারা লিনাক্স ব্যবহার শুরু করে
উপরে শুধুমাত্র কয়েকটি জনপ্রিয় ও বড় সেক্টরে লিনাক্সের ব্যবহারের উদাহরণ দেয়া হয়েছে। এরকম আরও অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলোতে লিনাক্স ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ছোট ছোট কর্মক্ষেত্রগুলো তো থাকছেই।

===================************=====================

0 comments Blogger 0 Facebook

Post a Comment

Thank you for your comments.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
লিনাক্স প্যানেল © 2013. All Rights Reserved. Powered by লিনাক্স প্যানেল
Top
Blogger Gadgets