রিচার্ড স্টলম্যান ছিলেন একজন দক্ষ প্রোগ্রামার, ওপেন সোস বা মুক্ত সফটওয়্যারের ধারণা টা প্রথমে রিচার্ড স্টলম্যানের কাজ থেকেই আসে। তিনি এমআইটির আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে ক্যারিয়ার শুরু করেন। এই লোকটির জন্যই আজকে পৃথিবীতে মুক্ত সফটওয়্যারের জোয়ার শুরু হয়েছে। আশির দশকের প্রথমভাগে সেসব নামকরা কমার্শিয়াল সফটওয়্যার কোম্পানি ছিল তারা মোটা টাকা দিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ল্যাবের ব্রিলিয়ান্ট প্রোগ্রামারদের হাত করতে শুরু করল। শুধু তাই না তারা সেই সাথে তারা তাদের সফটওয়্যারের সোর্স কোড ও গোপন করা শুরু করলো।
এক কথায় বলতে গেলে আপনার আমার মতো সাধারন মানুষদের জানার কোন অধিকারই নাই কিভাবে কোন সফটওয়্যার তৈরি করা হল। টাকা দিয়ে সফটওয়্যার কিনে ব্যবহার করার মধ্যেই সীমাবদ্ধ ছিল সাধারন মানুষ। তার মানে আপনার যদি সফটওয়্যারটি কিনার মতো টাকা থাকে তাহলে আপনি সফটওয়্যারটি কিনে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার সফটওয়্যারটি কেনার সামর্থ্য না থাকে তাহলে সফটওয়্যার আপনার জন্য না।
মুক্ত সফটওয়্যারের, লিনাক্স, রিচার্ড স্টলম্যান
রিচার্ড স্টলম্যান
কিন্তু সেই সমায়ে রিচার্ড স্টলম্যানের দৃষ্টিভঙ্গী ছিল একেবারেই পুরোপুরি অন্য রকম। রিচার্ড স্টলম্যানের মতে এইসব বাধাধরা নিয়ম দিয়ে সফটওয়্যার ব্যবস্থাপনাকে আটকে ফেলা পুরোপুরি অনুচিত ও অনৈতিক। সফটওয়্যারের স্বার্থেই একে কোন নিয়মনীতি দিয়ে আটকে ফেলা উচিত না। তার ধারনা মতে সফটওয়্যার হতে হবে সবার জন্য মুক্ত, এতে করে সফটওয়্যারকে যে কেউ তার নিজের মত করে সাজিয়ে নিতে পারবে, যার ফলে সফটওয়্যারের উন্নয়নও দ্রুত হবে। সেই লক্ষ্যেই রিচার্ড স্টলম্যান মুক্ত সফটওয়্যারের আন্দোলন শুরু করলেন
===================   মুক্ত সফটওয়্যারের ধারণ =====================

1 comments Blogger 1 Facebook

  1. আপনার সব গুলো পোষ্ট অনেক সুন্দর , আমার অনেক কাজে লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ ভাই......

    ReplyDelete

Thank you for your comments.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
লিনাক্স প্যানেল © 2013. All Rights Reserved. Powered by লিনাক্স প্যানেল
Top
Blogger Gadgets