উবুন্টু হচ্ছে সম্পূর্ণ আধুনিক একটি অপারেটিং
সিস্টেম,
যাতে উইন্ডোজ বা ম্যাকিন্টোশ ওএস এক্স এ যা পাওয়া যায় তার
সবকিছুই রয়েছে। আগেই বলা হয়েছে লিনাক্সের প্রায় ৫৫০ এর উপরে ডিস্ট্রিবিউশন আছে, যেমনঃ
RedHat
Enterprise Linux, Corel
Linux, Clear OS
Linux, CentOS Linux, Linux Mint
ইত্যাদি। এ ধরনের একটি ডিস্ট্রিবিউশন
হচ্ছে ঊবুন্টু।
এখন উবুন্টু হার্ডি হ্যারন নামে ৮.০৪ ভার্সন চলছে,। লিনাক্সের যেসব ডিস্ট্রিবিউশন আছে তাদের মাঝে উবুন্টুই হচ্ছে সবচেয়ে ব্যবহার বান্ধব ডিস্ট্রিবিউশন। উবুন্টুর আরো ৪ ধরনের ভার্সন আছে। যেমনঃ উবুন্টু, কুবুন্টু, এডুবুন্টু, এক্স-উবুন্টু। অর্থাৎ উবুন্টু হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ মাত্র। একটি অপারেটিং সিস্টেম সেই সফটওয়্যার যা "আপনার কম্পিউটারকে চালায়"। ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। কিন্তু লিনাক্স হচ্ছে সম্পূর্ণ আলাদা একটি পদক্ষেপ।
এখন উবুন্টু হার্ডি হ্যারন নামে ৮.০৪ ভার্সন চলছে,। লিনাক্সের যেসব ডিস্ট্রিবিউশন আছে তাদের মাঝে উবুন্টুই হচ্ছে সবচেয়ে ব্যবহার বান্ধব ডিস্ট্রিবিউশন। উবুন্টুর আরো ৪ ধরনের ভার্সন আছে। যেমনঃ উবুন্টু, কুবুন্টু, এডুবুন্টু, এক্স-উবুন্টু। অর্থাৎ উবুন্টু হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ মাত্র। একটি অপারেটিং সিস্টেম সেই সফটওয়্যার যা "আপনার কম্পিউটারকে চালায়"। ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। কিন্তু লিনাক্স হচ্ছে সম্পূর্ণ আলাদা একটি পদক্ষেপ।
![]() |
উবুন্টু লোগো |
কিছু প্রশ্নের উত্তর :--
প্রশ্ন-১ উবুন্টু কি লিনাক্সের কোনো ভার্সন? যেমন উইন্ডোজের
ক্ষেত্রে এক্সপি, ভিসতা বা সেভেন?
উত্তরঃ না, লিনাক্সের কোনো
ভার্সন না উবুন্টু। উইন্ডোজের যেমন আলাদা আলাদা ভার্সন আছে, তেমনি উবুন্টুরও আলাদা আলাদা ভার্সন আছে, যেমন, জন্টি, কারমিক, ল্যুসিড।
প্রশ্ন-২ উবুন্টুই কি লিনাক্স?
উত্তরঃ লিনাক্স কার্নেলকে ভিত্তি করে বানানো একটা স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু।
উত্তরঃ লিনাক্স কার্নেলকে ভিত্তি করে বানানো একটা স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু।
প্রশ্ন-৩ যদি উবুন্টুই লিনাক্স হয় তাহলে রেড
হ্যাট লিনাক্স কি জিনিস?
ওটাওতো লিনাক্স? ওটা কি লিনাক্সের আলাদা
ভার্সন?
উত্তরঃ আগেই বলেছি লিনাক্স কার্নেলকে ভিত্তি করে বানানো একটা স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু। রেডহ্যাট ও উবুন্টুর মত আরেকটি অপারেটিং সিস্টেম যা কিনা লিনাক্স কার্নেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রেড হ্যাট বা উবুন্টু কোনটাই লিনাক্সের আলাদা কোন ভার্সন না। এদের প্রস্তুতকারক কম্পানিও ভিন্ন।
উত্তরঃ আগেই বলেছি লিনাক্স কার্নেলকে ভিত্তি করে বানানো একটা স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু। রেডহ্যাট ও উবুন্টুর মত আরেকটি অপারেটিং সিস্টেম যা কিনা লিনাক্স কার্নেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রেড হ্যাট বা উবুন্টু কোনটাই লিনাক্সের আলাদা কোন ভার্সন না। এদের প্রস্তুতকারক কম্পানিও ভিন্ন।
উবুন্টু কেন সবার চেয়ে আলাদা :--
তিনটি কারণে উবুন্টু লিনাক্সের শত শত সংস্করণের মধ্যে আলাদাভাবে দাড়িয়ে আছে ,
১. উবুন্টু মূল লক্ষ্য হচ্ছে ডেস্কটপ ব্যবহারকারী
২. উবুন্টুর দর্শন ও বিশাল কমিউনিটি
৩. ব্যবহার করা খুবই সহজ
========================= উবুন্টু ========================
0 comments Blogger 0 Facebook
Post a Comment
Thank you for your comments.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.